বদলি করা হল মথুরার জেলাশাসক, এসএসপি-কে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2016 01:13 PM (IST)
লখনউ: মথুরায় উচ্ছেদ অভিযানকে ঘিরে হিংসার ঘটনায় ২৯ জনের মৃত্যুর পরিপ্রেক্ষিতে বদলি করা হল জেলাশাসক এবং সিনিয়র পুলিশ সুপারকে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব নিজেই এদিন ট্যুইট করে এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, তাঁর নির্দেশেই এই বদলি। মথুরার জেলাশাসক এবং এসএসপি হিসেবে শীঘ্রই নতুন ব্যক্তিরা দায়িত্ব নেবেন। মথুরার জহওর পার্ক জবরদখল করে থাকা ‘আজাদ ভারত বিদিক বৈচারিক ক্রান্তি সত্যাগ্রহী’ সংগঠনের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৪৫টি মামলা দায়ের করা হয়েছে। আজাদ ভারতের প্রায় তিন হাজার সদস্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আলিগড়ের ডিভিশনাল কমিশনার চন্দ্রকান্ত এই ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে সেই তদন্ত শেষ হওয়ার আগেই জেলাশাসক রাজেশ কুমার এবং এসএসপি রাকেশ কুমার সিংহকে সরিয়ে দিল রাজ্য সরকার। নতুন এসএসপি হচ্ছেন জালাউনের পুলিশ সুপার বাবলু কুমার। জেলাশাসক কে হবেন সেটা এখনও ঘোষণা হয়নি।