গাজিয়াবাদ: উত্তরপ্রদেশের নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই তিন তালাক প্রথা নিষিদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে কেন্দ্র। এমনই ইঙ্গিত দিলেন রবিশংকর প্রসাদ।


গতকাল একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিতে গিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, এই প্রথার ফলে, মহিলারা সম্মান পাচ্ছেন না। একে নিষিদ্ধ করাই উচিত। তিনি যোগ করেন, উত্তরপ্রদেশ নির্বাচনের পরে এই মর্মে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে।


তিন তালাককে ‘অশুভ সামাজিক প্রথা’ হিসেবে উল্লেখ করে রবিশংকর বলেন, (নিষিদ্ধকরণের স্বপক্ষে) সুপ্রিম কোর্টে তিন দফা যুক্তি পেশ করা হবে। তিনি যোগ করেন, বিষয়টি আদপেই ধর্মের সঙ্গে জড়িত নয়। কিন্তু, এর ফলে মহিলাদের সম্মান ও সম্ভ্রম খর্ব হয়।


তিনি মনে করিয়ে দেন, সরকার বিশ্বাসকে সম্মান করে কিন্তু তাই বলে উপাসনা ও ক্ষতিকারক সামাজিক প্রথা একসঙ্গে থাকতে পারে না।