জড়িতরা নরকে পুড়ে মরুক, ডিএসপি হত্যার নিন্দা করে ওমর
Web Desk, ABP Ananda | 23 Jun 2017 07:50 PM (IST)
শ্রীনগর: ডেপুটি পুলিশ সুপার আয়ুব পণ্ডিতের নৃশংস হত্যার তীব্র নিন্দা করলেন ন্যাশনাল কনফারেন্সের কার্যকরী সভাপতি ওমর আবদুল্লা। তাঁর প্রার্থনা, এই ঘটনার সঙ্গে জডি়তদের যেন নরকে পুড়ে মৃত্যু হয়। ট্যুইটারে ওমর লিখেছেন, ‘এই ঘটনায় আমি ব্যক্তিগতভাবে ব্যথিত ও বিধ্বস্ত। জামিয়া মসজিদের বাইরে সবচেয়ে শুভ রাতে যেটা হয়েছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ডিএসপি-র মৃত্যু দুঃখজনক ঘটনা। যারা তাঁকে হত্যা করেছে, তারা এই পাপের জন্য নরকে পুড়ে মরুক।’ এই ধরনের ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সাহায্য করার জন্য পুলিশ ওয়েলফেয়ার ফান্ডে দলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা এবং বিধায়কদের এক মাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছেন ওমর। তিনি নিহত ডিএসপি-র পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁদের পাশে থাকার কথা জানিয়েছেন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়ারও দাবি জানিয়েছেন।