লখনউ: কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধীকে নিশানা করলেন বিএসপি সভানেত্রী মায়াবতী। তিনি বলেছেন, উত্তরপ্রদেশ নয়,রাজস্থানে গিয়ে মৃত শিশুদের পরিজনদের সঙ্গে দেখা করা উচিত প্রিয়ঙ্কার। মায়াবতীর ট্যুইট, কংগ্রেস সাধারণ সম্পাদক রাজস্থানের কোটায় গিয়ে মৃত শিশুদের মায়েদের সঙ্গে দেখা করেন না। কিন্তু যে কোনও বিষয়েই উত্তর প্রদেশের নির্যাতিতদের পরিবারের লোকজনদের দেখা করেন। এটা কেবলই তাঁর রাজনৈতিক স্বার্থ তথা নাটক বলেই গন্য করা হবে। রাজ্যের জনতাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
মায়াবতী বলেছেন, কংগ্রেস শাসিত রাজস্থানের কোটা জেলার হাসপাতালে সম্প্রতি প্রায় ১০০ শিশুর মৃত্যু হয়েছে। মায়েদের এই কোল খালি হওয়ার ঘটনা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গলহৌত তথা তাঁর সরকার এই ঘটনা নিয়ে এখনও উদাসীন, অংসবেদন তথা দায়িত্বজ্ঞানহীন আচরণ করছে, যা খুবই নিন্দনীয়।
অন্য একটি ট্যুইটে মায়াবতী বলেছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ও বিশেষ করে মহাসচিব এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন। উত্তরপ্রদেশের মতোই তিনি সেখানকার দরিদ্র সন্তানহারা মায়েদের সঙ্গে দেখা করলে ভালো হত। কারণ, তাঁদের দলের সরকারেরই অবহেলার কারণে ওই মায়েদের কোল খালি হয়েছে।
উল্লেখ্য, কোটা হাসপাতালে গত দুই দিনে আট সদ্যোজাতর মৃত্যু হয়েছে। ৩০ ও ৩১ ডিসেম্বর ৮ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৪ ঘন্টার মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের।
হাসপাতালে একের পর এক শিশুর মৃত্যু হচ্ছে এবং পরিস্থিতি ভয়াবহ হয়েছে। শুধুমাত্র ডিসেম্বরেই ১০০ শিশুর মৃত্যু হয়েছে।
২৪ ডিসেম্বর পর্যন্ত এই সংখ্যা ছিল ৭৭ জন। এই ঘটনা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে সরকার ও হাসপাতাল প্রশাসন।
গত সাতদিনেই ২২ জন শিশুর মৃত্যু হয়েছে।
কোটার যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে, সেখানে আইসিইউ-তে ২৮ নেবুলাইজারের মধ্যে ২২ টিই খারাপ। সদ্যোজাতদের যে এনআইসিইউ-তে রাখা হয়, সেখানকার ১৫ টির মধ্যে সাতটি ওয়ার্মারই খারাপ।