লখনউ ও নয়াদিল্লি: ইভিএম 'কারচুপি'-বিতর্কে এখনই ইতি টানতে রাজি নন মায়াবতী। নির্বাচন কমিশন তাঁর অভিযোগকে খারিজ করায় এবার সরাসরি আদালতের দ্বারস্থ হতে চলেছেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো।
উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপির বিপুল জয়ে ‘অসাধু’ ও ‘জালিয়াতি’ উপায় অবলম্বন করা হয়েছে বলে অভিযোগ করেন মায়াবতী। তাঁর দাবি, ইভিএম-এ কারচুপি করেই ভোটে জিতেছে গেরুয়া শিবির।
এদিন মায়াবতী বলেন, নির্বাচন কমিশন থেকে সদুত্তর না মেলায় এবার ভবিষ্যতে এধরনের জালিয়াতি থেকে (দেশ) ও গণতন্ত্র রক্ষা করতে আমরা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
প্রসঙ্গত, এদিনই নির্বাচনে বিশ্রী পরাজয়ের পর্যালোচনা করতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন মায়াবতী। আগের বিধানসভায় বিসেপি-র ৮০ আসন ছিল। এবার তা কমে হয়েছে ১৯।
তিনি যোগ করেন, এই জালিয়াতির বিরুদ্ধে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে তাঁর দল। প্রত্যেক মাসের ১১ তারিখ উত্তরপ্রদেশ ও বিভিন্ন রাজ্যের প্রতিটি জেলায় ‘কালো দিবস’ পালনের ডাক দেওয়া হয়েছে।
এদিকে, ইভিএম-কারচুপি নিয়ে মায়াবতীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এদিন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলেন, যখন আপনি জেতেন, তখন ইভিএম ঠিক। আর হারলেই ইভিএমে গণ্ডগোল। নাম না করে মায়াবতীকে কটাক্ষ করে নাইডু যোগ করেন, এর থেকেই বোঝা যাচ্ছে, গণ্ডগোল ইভিএমে নয়, আপনার মধ্যেই রয়েছে।
কমিশনও মায়াবতীর অভিযোগ খারিজ করেছে মনে করিয়ে দিয়ে নাইডু যোগ করেন, ইভিএম-গুলি নির্বাচন কমিশনের কাছে থাকে। তাঁর মতে, আপনার (মায়াবতী) উচিত জনতার রায় মেনে নেওয়া। মানুষ বিএসপিকে প্রত্যাখ্যান করেছে।