নয়াদিল্লি: পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী মলকিয়াত সিংহ সিধুকে খুনের চেষ্টার দায়ে ২০ বছর কারাদণ্ডের সাজা পাওয়া খলিস্তানি জঙ্গি জসপাল অটওয়াল কীভাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সফর চলাকালীন ভারতে প্রবেশের ভিসা পেল, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার। তিনি বলেছেন, ‘ট্রুডো ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে আজ এক নৈশভোজের আয়োজন করেন কানাডার হাই কমিশনার নাদির পটেল। এই নৈশভোজেই অটওয়ালকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে অবশ্য কানাডার হাই কমিশন জানিয়েছে, অটওয়ালের আমন্ত্রণ বাতিল করা হয়েছে। নৈশভোজে খলিস্তানি জঙ্গির উপস্থিতির বিষয়টি কানাডার এক্তিয়ারভুক্ত ছিল। তারা জানিয়েছে, এক্ষেত্রে ভুল হয়েছিল। সেই কারণেই আজকের নৈশভোজে অটওয়ালের আমন্ত্রণ বাতিল করা হয়েছে। এই জঙ্গির ভিসা পাওয়ার বিষয়ে এখনই আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। অনেকভাবেই লোকজন বিদেশ থেকে ভারতে আসছেন। ভারতীয় দূতাবাসের কাছ থেকে অটওয়ালের ভিসার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে।’


ট্রুডোর সঙ্গে বৈঠকে তাঁর খলিস্তানপন্থী মনোভাবের প্রসঙ্গ উত্থাপন করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। কানাডার প্রধানমন্ত্রী দাবি করেন, তাঁর দেশ ভারত বা অন্য কোথাও বিচ্ছিন্নতাবাদ সমর্থন করে না। কিন্তু তারপরেও এক সাজাপ্রাপ্ত খলিস্তানি জঙ্গি কীভাবে ট্রুডোর নৈশভোজে আমন্ত্রিত হল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

এরই মধ্যে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, কালো তালিকাভূক্ত শিখ জঙ্গিদের মধ্যে আর নেই অটওয়াল। পঞ্জাব সরকার ও নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে শিখ জঙ্গিদের কালো তালিকার বিষয়টি পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রক। গত কয়েক বছরে এই তালিকা থেকে প্রায় ১৫০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। এই তালিকায় নাম না থাকার সুযোগ নিয়েই ভারতে এসে থাকতে পারে অটওয়াল।