নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে তাদের দেশের নাম পরিবর্তন করে চাইনিজ তাইপেই করায় ক্ষোভপ্রকাশ করল তাইওয়ান। যদিও, ভারত জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক নিয়ম মেনেই তা করা হয়েছে। এদিকে, বিমানসংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিন।


এক বিবৃতি পেশ করে তাইপেই ইকনমিক অ্যান্ড কালচারাল সেন্টার (টিইসিসি)-র তরফে জানানো হয়েছে, এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তে তারা মর্মাহত। তারা এই সিদ্ধান্তের নিন্দা করছে। তাদের দাবি, ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার এই সিদ্ধান্ত প্রমাণ করছে যে, চিনের ক্রমাগত অযৌক্তিক চাপের কাছে তারা নতিস্বীকার করেছে। তারা জানিয়েছে, ভারতের বিদেশমন্ত্রকের কাছে এই মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে।


যদিও, তাইওয়ানের যাবতীয় অভিযোগ খারিজ করেছে কেন্দ্র। এদিন বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত পুরোটাই আন্তর্জাতিক নিয়ম এবং তাইওয়ান নিয়ে ভারতের অবস্থান বিচা করেই করা হয়েছে। এদিকে, এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চিন। বেজিং বলেছে, দেশে যে সকল বিদেশি সংস্থা অপারেট করছে, তাদের উচিত চিনের আইন ও সার্বভৌমত্বকে সম্মান করা।