নয়াদিল্লি: নীরব মোদী, মেহুল চোকসির পাসপোর্ট চার সপ্তাহের জন্য সাসপেন্ড করল বিদেশমন্ত্রক। কেন তাঁদের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হবে না, এক সপ্তাহ সময় দিয়ে সেই ব্যাখ্যা চাওয়া হয়েছে দুজনের কাছে। এক বিবৃতিতে মন্ত্রকের তরফে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে তাঁরা জবাব না পাঠালে ধরে নেওয়া হবে, তাঁদের বলার কিছুই নেই। বিদেশমন্ত্রক পাসপোর্ট বাজেয়াপ্ত করার প্রক্রিয়া নেবে।
দুজনেরই নাম সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে চলে আসা পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতির ঘটনায় উঠে এসেছে। তাঁরা পিএনবি-কে ২৮০ কোটি টাকা প্রতারণা মামলায় অভিযুক্ত হয়েছেন।
১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ১০ (৩) (সি) ধারায় কেন তাঁদের পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত করা হবে না, জানতে চাওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পরামর্শেই বিদেশমন্ত্রকের পাসপোর্ট অনুমোদনকারী কর্তৃপক্ষ নীরব মোদী ও মেহুল চিনুভাই চোকসির পাসপোর্টের বৈধতা অবিলম্বে চার সপ্তাহ সাসপেন্ড করা হচ্ছে।
গতকাল সিবিআই ও ইডি পৃথক আবেদন পেশ করে বিদেশমন্ত্রককে নীরব ও তাঁর মামা তথা ব্যবসার শরিক মেহুল চোকসির পাসপোর্ট বাজেয়াপ্ত করার আর্জি জানায়। চোকসি গীতাঞ্জলি জুয়েলারি চেইনের কর্ণধার।
নীরব, চোকসির পাসপোর্ট ৪ সপ্তাহের জন্য সাসপেন্ড, এক সপ্তাহে জবাব না দিলে বাজেয়াপ্ত হবে
Web Desk, ABP Ananda
Updated at:
16 Feb 2018 03:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -