নয়াদিল্লি: সাসপেন্ড হল বিজয় মাল্যর পাসপোর্ট। নিজের কিংফিশার বিমান সংস্থার জন্য নেওয়া কোটি কোটি টাকা ঋণ শোধ না করে দেশ ছেড়ে লন্ডন চলে গিয়েছেন তিনি। সরকারি ব্যাঙ্কগুলি তাঁর কাছ থেকে ঋণের অর্থ আদায় করতে চায়। কিন্তু তিনি বারংবার নোটিস পেয়েও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর জেরায় হাজিরা দিতে দেশে ফিরছেন না। মাল্য অবশ্য একাধিক বার ট্যুইট করে দাবি করেছেন, তিনি পালিয়ে যাননি। তাঁর আইনজীবীদের সওয়াল, তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হতে তৈরি। তাঁর দেশে না ফিরলেও চলবে। কিন্তু এই সওয়াল মানতে নারাজ ইডি। তাদের সুপারিশেই শেষ পর্যন্ত মাল্যর পাসপোর্ট সাসপেন্ড করল বিদেশমন্ত্রক। এবার এই পদক্ষেপের কথা জানিয়ে দেওয়া হবে ব্রিটিশ কর্তৃপক্ষকে।
রাজ্যসভার সাংসদ হওয়ার সুবাদে মাল্য কূটনৈতিক পাসপোর্টের অধিকারী। আজ ভারত সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সেই পাসপোর্ট এক মাস সাসপেন্ড করা হল। মাল্যকে এক সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন পাসপোর্টটি বাতিল করা হবে না।
ফলে বেশ চাপে পড়ে গেলেন মাল্য, এমনটাই মনে করা হচ্ছে।
মাল্য কিস্তিতে ঋণ মিটিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁকে বিপুল পরিমাণ অর্থ ঋণ দেওয়া ১৮টি ব্যাঙ্ক, যাঁদের বেশিরভাগই সরকারি, সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে।
গত সপ্তাহে মাল্য জানান, তিনি সেপ্টেম্বরের মধ্যে ৪ হাজার কোটি টাকা শোধ করে দেবেন। আর বিমানের ইঞ্জিন নির্মাতা একটি সংস্থার সঙ্গে ক্ষতিপূরণ সংক্রান্ত আইনি মামলা জিতলে কিংফিশার বাকি ২ হাজার কোটি টাকাও মিটিয়ে দেবে বলে জানান তিনি।
আইডিবিআই ব্যাঙ্ক থেকে নেওয়া ৯০০ কোটি টাকা ঋণ মামলায় তাঁকে জেরা করতে চায় ইডি। তদন্ত সংস্থার একটি সূত্রে জানা গিয়েছে, ‘তদন্তকারীদের সঙ্গে সহযোগিতার রাস্তা বন্ধ করে দিয়েছেন’ মাল্য। সেজন্যই তাঁর পাসপোর্ট সাসপেন্ড করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ব্যাঙ্কগুলি আর্জি জানায়, মাল্য যাতে দেশ ছেড়ে কোথাও যেতে না পারেন, সেজন্য ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তার আগেই তিনি নিশব্দে লন্ডনে চলে গিয়েছেন বলে সরকারের তরফে আদালতে জানানো হয়।
প্রসঙ্গত, বিলাসবহুল, ঝাঁ চকচকে জীবনযাপনে অভ্যস্ত, কেতাদুরস্ত এই শিল্পপতি ২০০৩ সালে কিংফিশার এয়ারলাইন্স চালু করেন। কিন্তু চরম লোকসান, আর্থিক সঙ্কটে ডুবে গিয়ে ২০১২ সালে তার পরিষেবা বন্ধ হয়ে যায়। সংস্থার বহু কর্মী বেতন পাননি।
ইডি-র আবেদনে মাল্যর পাসপোর্ট সাসপেন্ড করল বিদেশমন্ত্রক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Apr 2016 12:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -