বরেলি: গোহত্যার অভিযোগে পুলিশের মারে গুরুতর জখম এক মাংস বিক্রেতা যুবকের মৃত্যু হল। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বরেলিতে। মৃত যুবকের নাম সেলিম কুরেশি ওরফে মুন্না। তাঁকে মারধর করায় অভিযুক্ত দুই কনস্টেবল সহ চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সেলিমের স্ত্রী ফরজানার অভিযোগ, একটি ছোট মাংসের দোকান চালাতেন তাঁর স্বামী। স্থানীয় জনপ্রতিনিধির স্বামী অঞ্জুম খানের অভিযোগের ভিত্তিতে সেমিলকে ডেকে পাঠান কঙ্কারটোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আলি মিয়া জৈদি। এরপর এ মাসের ১৪ তারিখ বাড়ি থেকে সেলিমকে তুলে নিয়ে যান দুই কনস্টেবল। তাঁরা সেলিমকে একটি বিয়েবাড়িতে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় সেলিমকে। সেখান থেকে তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানেই গতকাল তাঁর মৃত্যু হয়।
গতকাল সন্ধেয় স্থানীয় লোকজন রাস্তায় সেলিমের দেহ রেখে বিক্ষোভ দেখান। সিনিয়র পুলিশ সুপার কমলেশ বাহাদুর জানিয়েছেন, অভিযুক্ত দুই কনস্টেবল শ্রীপাল ও হরিশঙ্কর এবং জৈদিকে সাসপেন্ড করা হয়েছে। এই দুই কনস্টেবল ও অঞ্জুম সহ চারজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
উত্তরপ্রদেশে গোহত্যার অভিযোগে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পুলিশের মার, এইমসে মৃত্যু যুবকের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jun 2018 09:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -