মীরাটে ‘লাভ জিহাদ’ সন্দেহে ভিনধর্মী প্রেমিক-প্রেমিকাকে নিগ্রহ হিন্দু যুবা বাহিনীর
ABP Ananda, web desk | 12 Apr 2017 01:36 PM (IST)
নয়াদিল্লি: নীতি পুলিশগিরির আরও এক নির্লজ্জ নজির।উত্তরপ্রদেশের মীরাটে এক তরুণ যুগলকে লাভ জিহাদের সন্দেহ নিগ্রহ করল হিন্দু যুবা বাহিনী। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গড়া এই গৈরিক বাহিনীর সদস্যরা একটি বাড়িতে ঢুকে ওই তরুণ-তরুণীকে নিগ্রহ করে। হিন্দু যুবা বাহিনীর অভিযোগ, ওই তরুণ তরুণীকে ধর্মান্তরিত করছে। এ ধরনের হামলার ঘটনার সাফাই গিয়ে বাহিনীর এক সদস্য বলেছেন, ‘আমাদের কাছে এলাকার বিভিন্ন বাড়িতে এ ধরনের কাজকর্ম চলছে বলে খবর এসেছিল। যারা এই এলাকার বাসিন্দা নয়, তারা এখানে এসে এলআইজি ফ্ল্যাট ভাড়া নিয়ে এসব করছে’। তাঁর দাবি, ‘যে ছেলেটিকে ধরা হয়েছে সে ওই বাড়িতে তরুণীর ধর্মান্তর করার জন্য যাওয়ার কথা স্বীকার করেছে। অতীতেও সে ওই তরুণীকে এখানে এনেছিল’। জানা গেছে, ওই তরুণ-তরুণীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বাহিনীর সদস্যরা। এই ঘটনায় পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছিল কিনা, তা স্পষ্ট নয়। যোগী আদিত্যনাথ ২০০২-এর এপ্রিলে রামনবমীর দিন এই বাহিনী তৈরি করেছিলেন। গত সপ্তাহেই গোরখপুরে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে বলে অভিযোগ করে এই হিন্দু যুবা বাহিনীই একটি চার্চের অনুষ্ঠান পণ্ড করে দিয়েছিল। মহারাজগঞ্জ জেলার দাধুলির ওই চার্চের অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন ছয় মার্কিন নাগরিক সহ ১১ জন বিদেশী মহিলা ও পুরুষ। বাহিনীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই বিদেশীদের অবিলম্বে গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল। জেলার পুলিশ সুপার প্রমোদ কুমার জানিয়েছেন, বাহিনী ওই চার্চে সন্দেহজনক কাজকর্মের অভিযোগ দায়ের করেছিল। উল্লেখ্য, ১৫ বছরের পুরানো এই সংগঠনের বিরুদ্ধে একাধিক গোষ্ঠীসংঘর্ষে জড়িত থাকার অভিযোগ রয়েছে।