মিরাটে শপথ গ্রহণ অনুষ্ঠানে বন্দেমাতরমের সময় উঠে দাঁড়ালেন না মেয়র, বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Dec 2017 09:28 AM (IST)
মিরাট:উত্তরপ্রদেশের মিরাটে নগর নিগমে শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বন্দেমাতরমের সময় মেয়র উঠে না দাঁড়ানোয় বিজেপি সদস্যদের বিক্ষোভ। এই বিক্ষোভ ঘিরে তৈরি হল বিশৃঙ্খলা। বন্দেমাতরমের সময় কমিশনার প্রভাত কুমার ও কাউন্সিলররা উঠে দাঁড়ালেও বসেই থাকেন মেয়র সুনীতা ভার্মা। এতে দারুন ক্ষুব্ধ হয়ে ওঠেন বিজেপি কর্মীরা। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে হস্তক্ষেপ করেন কমিশনার। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। উল্লেখ্য, মিরাটের নগর নিগম নির্বাচনে মেয়র পদে জয়ী হয়েছেন সুনীতা ভার্মা।