দক্ষিণ ভারতের মধ্যবিত্ত পরিবারের মেয়ে সুভাষিনী। বাড়ি তামিলনাড়ুর তাঞ্জাভুরের কুম্বকোনামে। ১৯৮০ সালে মা-বাবার সঙ্গে চলে আসেন মুম্বইতে। ঠানেতেই তাঁর স্কুলের পাঠ। এরপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সমাজবিদ্যায় স্নাতক। এরপর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিদ্যার ওপরই এম.ফিল করেন। তখন থেকেই পুলিশ সার্ভিসে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু। আইপিএস ব্যাকরাউন্ডও নেই তাঁর পরিবারের। পরিশ্রম ও অধ্যাবসার জোরে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। হায়দরাবাদে সর্দার বল্লভভাই পুলিশ অ্যাকাডেমিতে প্রশিক্ষণ হয় তাঁর।
আর পাঁচজনের থেকে ব্যতিক্রমী ছিল তাঁর স্বপ্ন। সুভাষিণী বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ভারপ্রাপ্ত অফিসার একজন মহিলা, এটা সবার কাছেই একেবারে নতুন। অন্যদের মেনে নিতে সময় লেগেছে। তবে তাঁর কাছে কাজটা বেশ চ্যালেঞ্জিং। দিনে ১৫-১৮ ঘণ্টা কাজের মধ্যে থাকেন সুভাষিণী। বাকি সময়টা কাটে বই পড়ে। জীবনীগ্রন্থ বিশেষ পছন্দের। এছাড়াও লোকগীতি শুনতে ভালোবাসেন। এরইমধ্য অহমিয়া ভাষাও ভালোরকম শিখে নিয়েছেন তিনি।