উত্তরপ্রদেশ: গোরখপুরের বাসিন্দা, বারো বছরের সত্যম যাদব, নিজেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ডান হাত বলে দাবি করে। এছাড়া সে নিজেকে আদিত্যনাথের সবচেয়ে বড় ভক্ত বলেও সকলের কাছে পরিচয় দেয়। কিন্তু কেন আদিত্যনাথের এত বড় ভক্ত সে হল জানেন?
এপ্রসঙ্গে সত্যম নিজেই একটি গল্প সকলের কাছে বলেছে। দুবছর আগে তার যখন দশ বছর বয়স ছিল, তখন তার মা তাকে একটি হাওয়াই চটি কেনার জন্যে একশো টাকা দেয়। কিন্তু সেই টাকা দিয়ে সত্যম চটি না কিনে একটি ব্যাডমিন্টন খেলার র্যাকেট কিনে আনে। এরপরই তার মায়ের সঙ্গে মনোমালিন্য শুরু হয়ে যায়।
এরপর সে দোকানে গিয়ে চটির বদলে র্যাকেট নিতে চাইলেও, দোকানদার দিতে অস্বীকার করে।
সত্যমের দাবি, তারপরই সে আদিত্যনাথের আশ্রমে গেলে, তিনি তাকে একশো টাকা দিয়ে সাহায্য করে। তখন তার চটিও হয়, আবার র্যাকেটও। এরপর থেকেই আদিত্যনাথের বড় ভক্ত হয়ে যায় ছোট্ট সত্যম এবং নিজেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর ডান হাত বলেও দাবি করে।
বারো বছরের এই নাবালক নিজেকে যোগী আদিত্যনাথের ডান হাত বলে দাবি করে, কেন জানেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Mar 2017 03:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -