‘পরিচ্ছন্ন শহর’ অভিযানের প্রচারদূত হচ্ছেন অমিতাভ বচ্চন
Web Desk, ABP Ananda | 15 Jul 2016 02:57 PM (IST)
নয়াদিল্লি: স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে দেশের শহরগুলিকে পরিচ্ছন্ন রাখার জন্য একটি বিশেষ প্রকল্পের প্রচার করবেন অমিতাভ বচ্চন। শুক্রবার কেন্দ্রীয় সরকার এই ঘোষণা করেছে। চলতি বছরের গোড়ায় কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, কৃষকদের স্বার্থে মিশ্রসারের দাম কমানো হবে। শহরের জঞ্জাল থেকে মিশ্রসার তৈরি করে প্রতি টন ১,৫০০ টাকা দরে বিক্রি করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ীই জঞ্জাল থেকে সার তৈরি করা শুরু হচ্ছে। এর ফলে যেমন জমির উর্বরতা এবং কার্বনের পরিমাণ বাড়বে, সেই সঙ্গে শহর পরিচ্ছন্নও হবে। অমিতাভকে অনেক আগেই এই প্রকল্পের প্রচারদূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পানামা পেপার্স লিক-এ তাঁর নাম জড়িয়ে যাওয়ায় এই অভিনেতাকে ‘অতুল্য ভারত’-এর প্রচারের মুখ করার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। এনডিএ সরকারের দু বছর পূর্তির অনুষ্ঠানে অবশ্য সংযোজকের ভূমিকায় দেখা যায় অমিতাভকে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, অমিতাভকে ‘পরিচ্ছন্ন শহর’ অভিযানের মুখ করা হবে।