নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী যখন জোর গলায় বলছেন সারা দেশে নাগরিকপঞ্জি হবে, তখন তাঁর দলের তরফেই শোনা গেল ভিন্ন সুর। সংসদে দাঁড়িয়ে গোটা দেশে এনআরসি করার কথা বলেছেন অমিত শাহ। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিলের কথাও উত্থাপন করেছেন তিনি। এরই মধ্যে নাগরিকত্ব সংশোধনী থেকে নিজেদের অব্যাহতি দেওয়ার আর্জি জানিয়ে শাহর কাছে দরবার করে বসল মেঘালয়। কোনও বিরোধী দল নয়, শাহকে এই আর্জি জানাল তাঁরই দলের নেতারা।


বৃহস্পতিবার মেঘালয় রাজ্য বিজেপির সম্পাদক বাশাইলাং খোনগীর অমিত শাহকে চিঠি লেখেন। সেই চিঠিতে বলা হয়, মেঘালয় সহ আরও অন্যান্য জায়গার উপজাতিদের নিরাপত্তার অধিকার রয়েছে। সেখানে সিএবি (নাগরিকত্ব সংশোধনী বিল) দেশের বৃহৎ স্বার্থে কাজ করলেও অন্যান্য উন্নত রাজ্যের সঙ্গে মেঘালয়কে একই তালিকায় রাখা হলে সেটা মঙ্গলময় হবে না এবং তা বিজেপি পরিপন্থীও।


মেঘালয়ে ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে জোট করে ক্ষমতায় রয়েছে বিজেপি। সেখানে তাদের ২টি বিধায়ক রয়েছে। মেঘালয় গণতান্ত্রিক জোটে বড় শরিক অবশ্যই  এনপিপি। তারাও সিএবি-র বিরোধিতা করেছে। সরকারের সঙ্গে কোনও করম কথা না বলে রাজ্যে সিএবি করা যাবে না, এমন প্রস্তাবও মেঘালয় বিধানসভায় পাশ করিয়ে নিয়েছে সংখ্যাগরিষ্ঠ জোট সরকার। মুখ্যমন্ত্রী কোনার্দ কে সাংমা আশাবাদী, সিএবি করার আগে কেন্দ্র তাঁদের কথা ভেবে দেখবে।