রাজভবনে ‘অনাচার’, যৌন কেলেঙ্কারির অভিযোগে ইস্তফা মেঘালয়ের রাজ্যপালের
ABP Ananda, web desk | 27 Jan 2017 07:35 AM (IST)
শিলং: রাজভবনের কর্মীদের একাংশের দাবির মুখে ইস্তফা দিলেন মেঘালয়ের রাজ্যপাল ভি সন্মুগানাথন। তাঁর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। রাজভবনের মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগে রাজ্যপালের পদত্যাগ দাবি করে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লেখেন রাজভবনের প্রায় ১০০ জন কর্মী। এক মহিলা চাকরি প্রার্থীও রাজ্যপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলেন।নারী অধিকার রক্ষা কর্মীরাও রাজ্যপালের ইস্তফা চেয়ে গণস্বাক্ষর অভিযান শুরু হয়। এরপরই সন্মুগানাথন ইস্তফা দেন। রাজভবনের কর্মীদের অভিযোগ, সন্মুগানাথন রাজভবনের মর্যাদা ভূলুন্ঠিত করেছেন এবং রাজভবনকে ‘অল্পবয়সী মহিলাদের ক্লাবে’ পরিণত করেছেন। রাজভবনে রাজ্যপালের সরাসরি নির্দেশে এ ধরনের মহিলাদের আসা-যাওয়া নিয়মিত হয়ে উঠেছে।কেউ কেউ তো রাজ্যপালের বেডরুমে পর্যন্ত চলে যায়। উল্লেখ্য, ২০১৫-র মে মাসে মেঘালয়ের রাজ্যপাল হন সন্মগানাথন। গত বছরের নভেম্বর থেকে অরুণাচল প্রদেশেরও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যপালের ইস্তফা দাবি সম্পর্কে গতকাল মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেন, তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা করছেন।এরপর গতকালই ইস্তফা দেন রাজ্যপাল।