শিলং: # এনপিপি এগিয়ে ১টি আসনে।
# মেঘালয়ে ৩টি আসনে এগিয়ে গেল কংগ্রেস। বিজেপিও এগিয়ে ৩টিতে।
# মেঘালয়ে ২টি আসনে এগিয়ে গেল কংগ্রেস।
মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনেরও আজ ফলপ্রকাশ। ভোটগণনা শুরু হয়েছে। উত্তর পূর্বের এই দুই রাজ্যে ৬০টি করে বিধানসভা আসন। কিন্তু, ভোট হয়েছে ৫৯টি আসনে। কংগ্রেসশাসিত মেঘালয়ে গদি দখলের লক্ষ্যে এবার কোমর বেঁধে নামে বিজেপি। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি-র এক প্রার্থী খুন হওয়ায় ভোট হয়েছে ৫৯টি আসনে। কংগ্রেস ৫৯টি আসনে ও বিজেপি ৪৭টি আসনে প্রার্থী দেয়। অন্যদিকে, নাগাল্যান্ডে ক্ষমতায় নাগাল্যান্ড পিপলস্ ফ্রন্ট বা এনপিএফ। এই রাজ্যে ক্ষমতায় আসতে আঞ্চলিক দল, ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টি বা এনডিপি-র সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। এনডিপিপি ৪০টি, বিজেপি ২০টি ও কংগ্রেস ১৮টি আসনে প্রার্থী দেয়। বিজেপি-র জোটসঙ্গী এনডিপিপি-র প্রধান নেইফিউ রিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
Live: মেঘালয়ে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই, বিজেপি ৩, কংগ্রেস ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Mar 2018 08:09 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -