শ্রীনগর: বিজেপি সভাপতি অমিত শাহের অভিযোগের পাল্টা জবাব দিলেন জম্মু ও কাশ্মীরের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি ট্যুইটে দাবি করেছেন, ‘আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ করছে প্রাক্তন জোটসঙ্গী। রাম মাধব যৌথভাবে জোটের যে অ্যাজেন্ডা তৈরি করেছিলেন এবং রাজনাথজির (সিংহ) মতো নেতারা যেটি সমর্থন করেছিলেন, আমরা কোনওদিন তা লঙ্ঘন করিনি। ওরা নিজেদের উদ্যোগ অস্বীকার করে সেটিকে নরম মনোভাব আখ্যা দেওয়ায় খারাপ লাগছে। ৩৭০ ধারায় স্থিতাবস্থা বজায় রাখা, পাকিস্তান ও হুরিয়তের সঙ্গে আলোচনার কথা বলা হয়েছিল। মানুষের আস্থা ফেরানোর জন্যই আলোচনায় উৎসাহ দেওয়া, পাথর ছোড়ার মামলা প্রত্যাহার এবং সংঘর্ষ বিরতির উদ্যোগ নেওয়া হয়েছিল। বিজেপি এই নীতি সমর্থন করেছিল।’



গতকাল জম্মুর জনসভায় বিজেপি সভাপতি দাবি করেন, রাজ্যের সব অংশের উন্নয়নে সমান গুরুত্ব দেয়নি পিডিপি। সেই কারণেই সমর্থন প্রত্যাহার করেছে বিজেপি। আজ তাঁর এই দাবি খারিজ করে মেহবুবা পাল্টা বলেছেন, ‘জম্মু ও লাদাখকে বঞ্চিত করার অভিযোগের কোনও ভিত্তি নেই। তবে দীর্ঘদিন ধরে অশান্ত থাকায় এবং ২০১৪ সালের বন্যায় অনেক ক্ষতি হওয়ায় উপত্যকার উন্নয়নে জোর দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তার মানে এই নয় যে অন্যত্র কম উন্নয়ন হয়েছে।’



বিজেপি-কে আক্রমণ করে মেহবুবা আরও বলেছেন, ‘রসনা ধর্ষণ ও খুনের মামলার তদন্তভার সিবিআই-কে না দেওয়া, ধর্ষকদের সমর্থন করা মন্ত্রীদের সরিয়ে দেওয়া, দখলমুক্ত করার অভিযানের নামে গুজ্জর ও বাকারওয়াল সম্প্রদায়ের লোকজনকে হেনস্থা নার নির্দেশ দেওয়া মুখ্যমন্ত্রী হিসেবে আমার কর্তব্য ছিল।’



কাঠুয়া গণধর্ষণে অভিযুক্তের পক্ষ নিয়ে মিছিল বের করে বিতর্কে জড়ানো বিজেপি বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চৌধুরী লাল সিংহ বিরুদ্ধে সুজাত বুখারির হত্যার প্রসঙ্গ উল্লেখ করে সাংবাদিকদের হুমকি দেওয়া নিয়েও প্রাক্তন জোটসঙ্গীকে আক্রমণ করেছেন মেহবুবা।