ভারত ও পাকিস্তানের মধ্যে সেতু হয়ে উঠতে পারে জম্মু ও কাশ্মীর: মেহবুবা
ABP Ananda, web desk | 08 Aug 2016 02:02 PM (IST)
নয়াদিল্লি: রাজ্যের মানুষের কাছে আলোচনার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার অনুরোধ করেছেন মেহবুবা। রাজ্যের চলতি পরিস্থিতি নিয়ে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর সঙ্গে বৈঠক করেছেন মেহবুবা। বৈঠকের পর তিনি বলেছেন, সঠিক আলোচনা প্রক্রিয়ার উদ্যোগ গ্রহণ করা হলে জম্মু ও কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে সেতু হয়ে উঠতে পারে। উল্লেখ্য, হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর জম্মু ও কাশ্মীরে অশান্তি শুরু হয়েছে। কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। গত একমাস ধরে রাজ্যে স্বাভাবিক জনজীবন থমকে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এদিন রাজনাথের সঙ্গে বৈঠক করেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। মেহবুবা বলেছেন, চলতি হিংসাত্মক ঘটনায় রাজ্যে বহু মানুষের মৃত্যু হয়েছে। হতাহতরা আমাদেরই সন্তান। কেন্দ্রের এখন ক্ষত নিরাময়ের উদ্যোগ গ্রহণ করা উচিত। এজন্য জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে হবে। এই প্রসঙ্গে মেহবুবা অটল বিহারী বাজপেয়ী জমানার প্রসঙ্গ উত্থাপন করেছেন। তিনি বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ী রাজ্যে শান্তি প্রক্রিয়ার সূচনা করেছিলেন। সেই প্রক্রিয়াকে মোদী সরকারের এগিয়ে নিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন মেহবুবা।