অনন্তনাগ উপনির্বাচনে জয়ী মেহবুবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jun 2016 11:25 AM (IST)
শ্রীনগর: অনন্তনাগ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ১২ হাজার ভোটে জয় পেলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের হিলাল শাহ দ্বিতীয় স্থানে এবং ন্যাশনাল কনফারেন্স প্রার্থী ইফতিকার হুসেন মিসঘর তৃতীয় স্থানে আছেন। হেরে যাওয়া এই দুই প্রার্থীর দাবি, পোস্টাল ব্যালট এবং ইভিএম সিল করা ছিল না। ইভিএম বদলে দেওয়া হয়েছে। পোস্টাল ব্যালটের নামে ভোট গণনায় জালিয়াতি করা হয়েছে। কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স সদস্য-সমর্থকদের বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য ভোট গণনা বন্ধ হয়ে যায়। পরে তাঁরা বেরিয়ে যাওয়ার পর ফের গণনা শুরু হয়। জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মেহবুবার বাবা মুফতি মহম্মদ সৈয়দের মৃত্যুর পর অনন্তনাগ আসনটি। খালি ছিল। একদা ন্যাশনাল কনফারেন্সের শক্ত ঘাঁটি এই আসনেই জয় পেলেন মেহবুবা। তাঁর দলের বিধায়ক আব্দুল রহিম রাঠেরের দাবি, হারের পর হতাশা থেকেই সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস।