শ্রীনগর: এক পর্যটকের ব্যাগ তুলতে গিয়ে ঝিলম নদীতে তলিয়ে যাওয়া শিকারা চালক গুলাম মহম্মদ গুরুর দেহ উদ্ধার করা হল সোমবার। তাঁকে শ্রদ্ধা জানিয়ে পরিবারকে এক লক্ষ টাকা সাহায্য করার কথা ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

 

বৃহস্পতিবার প্রথমে নৌকাডুবির পর নিজের জীবন বিপন্ন করে পর্যটকদের প্রাণ বাঁচান গুরু। তারপর এক পর্যটকের ব্যাগ জলে পড়ে গেলে সেটি তোলার জন্য ফের জলে ঝাঁপ দেন তিনি। আর সেটা করতে গিয়েই স্রোতের টানে ভেসে যান ওই শিকারা চালক।

 

যে পর্যটকদের প্রাণ বাঁচানোর পর তাঁদের একজনের ব্যাগ তোলার জন্য জলে ঝাঁপ দিয়েছিলেন গুরু, সেই পর্যটকরা অবশ্য ফিরেও তাকাননি। তাঁরা অন্য জায়গায় চলে গিয়েছেন।

 

মেহবুবা এদিন বলেছেন, একজন কাশ্মীরি তার অতিথিদের জীবন বাঁচানোর জন্য কোন পর্যায়ের আত্মত্যাগ করতে পারেন, সেটা দেখিয়ে দিয়েছেন গুরু। এটাই কাশ্মীরের মানুষের চরিত্র। সরকার এই শিকারা চালকের পরিবারকে সবরকম সাহায্য করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।