নয়াদিল্লি: এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে মতাদর্শের লড়াই বলে আখ্যা দিলেন বিরোধী দলগুলির প্রার্থী মীরা কুমার। আজ মনোনয়ন পেশ করার পর তিনি বলেছেন, ‘আজ থেকে আমাদের মতাদর্শের লড়াই শুরু হল। গণতান্ত্রিক মূল্যবোধ, সমাজের সব অংশের যোগদান, সংবাদমাধ্যম এবং ব্যক্তিস্বাধীনতা, দারিদ্র্য দূরীকরণ, স্বচ্ছতা এবং জাতিগত কাঠামো ধ্বংস করাই আমাদের মতাদর্শ।’


আজ সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদ ভবনে লোকসভার সেক্রেটারি জেনারেলের কাছে মনোনয়ন পেশ করেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ। মনোনয়ন পেশের সময় কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন-সহ বিরোধীদলের নেতারা। ছিলেন এনসিপি নেতা শরদ পাওয়ার, সিপিআই নেতা ডি রাজা, ডিএমকে নেত্রী কানিমোঝি, সপা নেতা নরেশ অগ্রবাল, বসপা নেতা সতীশচন্দ্র মিশ্র, এনসিপি নেতা তারিক আনোয়ারও।

মীরা বলেছেন, সব ভোটারের কাছে তাঁর আবেদন, ‘দেশ এখন দুটি রাস্তার মুখ দাঁড়িয়ে। একটি রাস্তা সংকীর্ণ মানসিকতা এবং গরিব ও নিপীড়িত মানুষের জন্য কোনও ভাবনা না থাকার দিকে যাচ্ছে। অন্য রাস্তাটি দলিত, গরিব, শোষিত, নিপীড়িত, মহিলা ও শ্রমিক এবং সব ধর্মের মানুষের উন্নতির পথে নিয়ে যাবে। আমি সবাইকে বলেছি নিজেদের অন্তরের কথা শুনে দেশকে এগিয়ে নিয়ে যেতে।’

৭৫ বছরের মীরা রাষ্ট্রপতি পদে এনডিএ-বিরোধী ১৭টি দলের প্রার্থী। আগামীকাল তাঁর মনোনয়ন পরীক্ষা করা হবে। ৩০ জুন মোদীর রাজ্য গুজরাতে মহাত্মা গাঁধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রম থেকে প্রচার শুরু করবেন তিনি। ১৫ জুলাই তাঁর প্রচার শেষ হবে।