বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহে একে অপরের ওপর ছুরি নিয়ে হামলা
ABP Ananda, web desk | 19 Jun 2017 01:52 PM (IST)
নয়াদিল্লি: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে একে অপরের ওপর ছুরি নিয়ে চড়াও হলেন দুই ব্যক্তি। দক্ষিণ-পশ্চিম দিল্লির ডাবরি এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, চানক্য প্লেসের বাসিন্দা রাজেশের তাঁর স্ত্রীর সঙ্গে এক ব্যক্তির বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার সন্দেহ ছিল। তাঁর অনুমান ছিল যে, দুজনে গোপনে দেখা করে। গত শনিবার রাজেশের সঙ্গে ওই ব্যক্তির মারামারি শুরু হয়। ওই সময় একে অপরের ওপর ছুরি নিয়ে হামলা চালান তাঁরা। ঘটনায় দুজনেই জখম হয়েছেন। আহত হয়েছেন রাজেশের এক আত্মীয়ও। আহতরা হাসপাতালে চিকিত্সাধীন। তাঁরা একে অপরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।