গুরুগ্রাম: বেঙ্গালুরুর পর এবার গুরুগ্রাম। ফের প্রকাশ্য রাস্তায় যুবতীর শ্লীলতাহানি। ভর সন্ধ্যায় জনবহুল রাস্তায় তথ্যপ্রযুক্তি কর্মী এক যুবতীকে জোর করে এসইউভি-তে তোলার চেষ্টা করল এক ব্যক্তি। কোনওরকমে তার হাত ছাড়িয়ে পালিয়ে যান ওই যুবতী। সেই সময় রাস্তায় বহু লোক থাকলেও, তারা কেউই সাহায্যে এগিয়ে আসেনি। বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার কথা জানান ওই তরুণী। তিনি অনলাইনে অভিযোগ দায়ের করার চেষ্টা করছিলেন। কিন্তু এখনও সেটা করতে পারেননি।


২৬ বছর বয়সি ওই যুবতী জানিয়েছেন, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ জয়পুর থেকে বাসে গুরুগ্রাম ফিরে তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন। মোবাইলের সিগন্যাল না থাকায় একটু দূরে সরে গিয়ে ট্যাক্সি বুক করার চেষ্টা করছিলেন। সেই সময় একটি সাদা এসইউভি এসে থামে। পিছনের আসনে বসে থাকা এক ব্যক্তি তাঁর হাত ধরে টানতে থাকে। তিনি চিৎকার করলেও, কেউ সাহায্যে এগিয়ে আসেনি।  এভাবে প্রকাশ্য রাস্তায় এক যুবতীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টার পরিপ্রেক্ষিতে গুরুগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ওই যুবতীর আশঙ্কা, পুলিশে অভিযোগ দায়ের করে কোনও লাভ হবে না। তিনি গুরুগ্রামের সব মহিলাকে সতর্ক করে দিয়েছেন।