তিরুঅনন্তপুরম: ঋতুস্রাবের সময় মহিলারা ‘অপবিত্র’ থাকেন। সেই সময় তাঁদের মন্দিরে ঢোকা উচিত নয়। এমনই মন্তব্য করলেন কেরল প্রদেশ কংগ্রেস অস্থায়ী সভাপতি এম এম হাসান। যা ঘিরে শুরু বিতর্ক।

গতকাল একটি সম্মেলনে যোগ দিয়ে হাসান বলেন, ঋতুস্রাবের সময় মহিলারা অপবিত্র হয়ে যান। ওই সময় তাঁরা মন্দিরে প্রবেশ করতে পারেন না। তাঁর এহেন মন্তব্যে শুরু হয় তুমুল বিতর্ক। সম্মেলনে উপস্থিত কয়েকজন মহিলা বিষয়টিকে ‘নারী-বিরোধী’ বলে উল্লেখ করেন।

যার জেরে এদিন সাফাই দিতে গিয়ে কংগ্রেস নেতা জানান, তিনি যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মতামত নয়। তিনি শুধু সমাজে প্রচলিত এই প্রবণতাকেই উল্লেখ করেছেন। তিনি যোগ করেন, ঋতুর সময় হিন্দু ও মুসলিম মহিলারা নিজে থেকেই প্রার্থনাস্থল থেকে দূরে থাকেন। সেটাই বোঝাতে চেয়েছি।

তিনি এ-ও দাবি করেন, সংবাদমাধ্যমের একাংশে তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। বলেন, আমি বিষয়টি সমর্থন করি কি করি না, সেটা বড় বিষয় নয়। হাসানের মতে, রাজনৈতিক দলগুলি ধর্মের রীতি ও প্রথা পাল্টাতে পারে না।