নয়াদিল্লি: প্রায় এক সপ্তাহ আগে মারা গিয়েছেন ভাই। কিন্তু তা বুঝতেও পারেননি মানসিক প্রতিবন্ধী দাদা। শেষপর্যন্ত প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে দেহ উদ্ধার করে। দিল্লির কারওয়াল নগরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
জানা গেছে, মৃতের নাম রাজেন্দ্র কুমার ভাটনগর (৬৮)। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক ছিলেন। কয়েক দিন আগে তাঁর মৃত্যু হয়। কিন্তু মানসিক প্রতিবন্ধী ৭০ বছরের দাদা সে কথা কাউকে জানাতেও পারেননি। তাঁরা দুজনেই অবিবাহিত।
পুলিশ জানিয়েছেন, ভাটনগর ভাইদের পরিবারের সদস্যদের খোঁজার চেষ্টা চলছে।
মৃতদেহের ময়নাতদন্ত থেকে প্রাথমিকভাবে জানা গেছে যে, রাজেন্দ্র কুমারের স্বাভাবিক মৃত্যুই ঘটেছে।
মৃতের দাদাকে পরীক্ষা করছেন চিকিত্করা।
ভাইয়ের মৃতদেহের সঙ্গে প্রায় এক সপ্তাহ কাটালেন ৭০ বছরের মানসিক প্রতিবন্ধী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2017 03:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -