গরু চোর সন্দেহে ঝাড়খণ্ডে মানসিক প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2017 09:30 PM (IST)
ধানবাদ (ঝাড়খণ্ড): গরু চোর সন্দেহে মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ঝাড়খণ্ডের ধারজোরি এলাকায়। ২৭ বছর বয়সি মহম্মদ আফরোজ নামে ওয়াসেপুরের বাসিন্দা লোকটি ধারজোরি চকে গিয়েছিলেন গত মঙ্গলবার সন্ধ্যায়। তাঁর আচার আচরণ কিছু স্থানীয় যুবকের সন্দেহজনক মনে হওয়ায় তাঁকে লাঠিপেটা করে তারা। স্থানীয় পথচারীর কাছ থেকে খবর পেয়ে পুলিশই তাঁকে পাটলিপু্ত্র মেডিকেল কলেজে নিয়ে যায়। আফরোজের আঘাত তেমন গুরুতর নয় বলে জানান সেখানকার ডাক্তাররা। পূর্ব বাসুরিয়া থানার ইনচার্জ প্রেম চন্দ্র হাঁসদা জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছনোর আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে কোনও অভিযোগ দায়ের না হওয়ায় এখনও কেউ গ্রেফতার হয়নি, তবে তদন্ত চলছে বলে জানান তিনি। দিনতিনেক আগে একই জায়গায় দুষ্কৃতীরা শিশুচোর সন্দেহে এক ব্যক্তিকে মারধর করে, কিন্তু ঘটনা হল তিনি ছাত্র পড়ান।