হায়দরাবাদ: গোপ্রেমীদের আইন হাতে তুলে নিয়ে মানুষ খুন করা চলতে পারে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ আসাদুদ্দিন ওয়েইসি।


নরেন্দ্র মোদী এই নিয়ে দুবার গোহত্যা নিয়ে মুখ খুললেন। কিন্তু তার কোনও প্রভাবই পড়েনি গোরক্ষকদের ওপর। কমেনি গণরোষে পিটিয়ে হত্যার ঘটনা। অতএব প্রধানমন্ত্রী যা বলেছেন, তা স্রেফ কথার কথাই! বাস্তবের সঙ্গে তার ফারাক রয়েছে। এই দাবি করে হায়দরাবাদের সাংসদ এআইএমআইএম প্রধান বলেন, অধিকাংশ ঘটনাই তো ঘটছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। কেন ওরা এমন ঘটনা রুখতে পারছে না?
ওয়েইসির কটাক্ষ, বিজেপি ও সঙ্ঘ পরিবারের কাছে জন্তু-জানোয়ারের চেয়ে মানুষের জীবনের দাম কম, বিশেষ করে সেই মানুষ যদি মুসলিম বা দলিত হয়। যতদিন এটা থাকবে, ততদিন এমন ঘটনা ঘটেই চলবে। কেননা গোরক্ষকরা বিজেপি-সঙ্ঘের প্ররোক্ষ মদত পাচ্ছে, সাহস বাড়ছে ওদের।






বিজেপি শাসিত রাজস্থানের আলওয়ারে চলতি বছরের গোড়ায় নিজের ডেয়ারি ফার্মের জন্য গরু নিয়ে যাওয়ার সময় গোপাচারকারী সন্দেহে পহেলু খান নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের ঘটনায় দোষীরা আজও গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন ওয়েইসি। ট্যুইট করেন, ওয়াক দ্য টক, মিঃ পি এম।




তবে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা প্রধানমন্ত্রীর গোপ্রেমীদের হাতে মানুষ খুনের তীব্র নিন্দা করে দেওয়া বার্তাকে স্বাগত জানিয়ে বলেছেন, দারুণ বলেছেন স্যার। আশা করছি, যে লোকগুলো জঘন্য কাজ করে চলেছে, আপনার কথায় তাদের হুঁশ ফিরবে, তারা সেইমতো চলবে।