নয়াদিল্লি: লাদাখে চিনা আগ্রাসনের প্রতিবাদে অ্যাপ স্টোরে থাকা কিছু চিনা অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করেছে ভারতীয় সরকারের ইলেকট্রনিক্স মন্ত্রক? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ন্যাশানাল ইনফরমেশন সেন্টার বা জাতীয় তথ্য কেন্দ্রের নোটিশকে ভুয়ো বলে ওড়াল পিআইবি।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ন্যাশানাল ইনফরমেশন সেন্টারের লোগো দেওয়া একটি নোটিশ। তাতে কিছু অ্যাপের নাম উল্লেখ করে দিয়ে লেখা আছে, সরকার থেকে এইসমস্ত অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। লাদাখে চিনা হামলার পরে দেশ জুড়ে চিনা পণ্য বয়কটের দাবি উঠেছে। টেলিকম ও রেলে চিনা চুক্তি বাতিল করেছে ভারত। এবার নাকি অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই দাবি করা হয়েছে এক পাতারওই নোটিশে।



সবদিক যাচাই করে নিয়ে এই নোটিশকে সম্পূর্ণ ভুয়ো বলে ঘোষনা করে পিআইবি ফ্যাক্ট চেক। একটি ট্যুইট করে জানানো হয় এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও সিদ্ধান্ত এখনও অবধি নেয় নি ভারত সরকার।