গুরগাঁও: মেওয়াতে দুই বোনকে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস রয়েছে কিনা তার যাচাই করতে তল্লাশি, এই ঘটনাগুলি নেহাতই সাধারণ ইস্যু, ছোটখাটো ব্যাপার। এমনই মন্তব্য করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর।

হরিয়ানার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন খট্টর। সেখানে মেওয়াত গণধর্ষণ এবং গোমাংস-বিতর্কে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এগুলো কোনও ইস্যুই নয়। এসব ছোটো ব্যাপারে আমি নজর দিই না। আজ আমরা স্বর্ণ জয়ন্তী নিয়ে কথা বলব। এব্যাপারে আরও একবার জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, স্বর্ণ জয়ন্তী উত্সবে আলোচনার কোনও বিষয়ই নয় এটি। দেশের যে কোনও জায়গাতেই এই ঘটনা ঘটতে পারে।

প্রসঙ্গত, গত ২৪ অগাস্ট মেওয়াতে ২০ বছরের ও ১৪ বছরের দুই বোনকে ধর্ষণের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। গত ৮ সেপ্টেম্বর ঈদের দিন মেওয়াতেই হাইওয়ের ওপর দোকানে বিরিয়ানির পরীক্ষা করা হয়। হরিয়ানা গো-রক্ষক টাস্ক ফোর্স খতিয়ে দেখে ওইসব বিরিয়ানিতে ব্যবহৃত মাংস গোরুর কিনা।

উল্লেখ্য, হরিয়ানায় গোমাংস বিক্রি, খাওয়া, গরু পাচার নিষিদ্ধ। ধরা পড়লে হতে পারে ১০ বছর পর্যন্ত জেল এবং ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা।