নয়াদিল্লি: নিষিদ্ধ ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র সাম্প্রতিক কার্যকলাপ বা গতিবিধি সম্পর্কে খোঁজ নিতে রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র।
সব রাজ্যকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে—বেআইনি কার্যকলাপ রোধ আইন (ইউএপিএ) ধারায় ইতিমধ্যেই সিমিকে নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের ৩১ জানুয়ারি শেষ হচ্ছে।
কেন্দ্র জানিয়েছে, যদি দেখা যায়, এখনও সিমি দেশবিরোধী ও বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, তাহলে সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হবে। এরজন্যই, বিভিন্ন রাজ্য থেকে সিমির গতিবিধি ও কার্যকলাপ সম্পর্কিত সাম্প্রতিক তথ্য চেয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
চিঠিতে বলা হয়েছে, যদি রাজ্য সরকার দেখে যে সিমি এখনও বেআইনি কার্যকলাপ সহ এমন সব কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে যা দেশের অখণ্ডতা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে, অথবা ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাহলে তা যেন অবিলম্বে জানানো হয়।
পাশাপাশি, সাম্প্রতিক অতীতে সংগঠনের কেউ অভিযুক্ত, দোষী সাব্যস্ত বা ছাড়া পেয়েছে কি না, সেই তথ্যও রাজ্যগুলির কাছে চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। চিঠিতে এ-ও বলা হয়েছে, রাজ্য সরকার যদি মনে করে তাহলে নিষেধাজ্ঞার স্বপক্ষে সুপারিশ করতে পারে।
সেক্ষেত্রে, সিমির বিরুদ্ধে দায়ের করা রাজ্যের চার্জশিট, বেআইনি কার্যকলাপের প্রমাণ ট্রাইব্যুনালের সামনে পেশ করতে হবে। কেন্দ্রের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য রাজ্যগুলিকে একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে বলেছে কেন্দ্র।
প্রসঙ্গত, ২০০১ সালে সিমিকে জঙ্গিগোষ্ঠী ঘোষণা করে নিষিদ্ধ করে কেন্দ্র। সেই থেকেই নিষিদ্ধ সিমি। শেষবার ২০১৪ সালের ১ ফেব্রুয়ারি পাঁচ বছরের জন্য সিমিকে নিষিদ্ধ করা হয়।