নয়াদিল্লি: হ্যাক করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট। এটা ধরা পড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি মোকাবিলায় ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টারের লোকজন ওয়েবসাইটটি ব্লক করে দেন, পাশাপাশি তাদের জরুরি টিমও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান মন্ত্রকের এক শীর্ষ অফিসার। তবে হ্যাকিংয়ের পিছনে কারা, জানা যায়নি এখনও।

ইদানীং এ দেশের বেশ কিছু সরকারি দপ্তরের ওয়েবসাইট পাকিস্তানি হ্যাকারদের হাতে আক্রান্ত হয়েছে। গত মাসেই সন্দেহভাজন পাক হ্যাকাররা এলিট ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) ওয়েবসাইটে হানা দিয়ে তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে লেখা কুরুচিকর মন্তব্য ও ভারত-বিরোধী বক্তব্য তুলে দেয়।

গত চার বছরে এপর্যন্ত ৭০০-র বেশি কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ধরনের সাইবার অপরাধে জড়িত থাকায় মোট ৮,৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে চলতি মাসে প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে।