কোয়েমবত্তুর:  ২৯ বছর পর এক মাইক্রো শিল্পীর ছোঁয়ায় মোমের মূর্তিতে ফের এক হয়ে গেলেন তামিলনাড়ুর দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী এমজিআর এবং জে জয়ললিতা। মারুথুর গোপালন রামচন্দ্রন শুধু তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীই ছিলেন না, জয়রাম জয়ললিতার মেন্টরও ছিলেন।


দুজনের একসঙ্গে পথ চলা শুরু রুপোলি পর্দার সৌজন্যে। পর্দাকে একাধিক হিট ছবি উপহার দিয়ে, রামচন্দ্রনের হাত ধরে রাজনীতিতে প্রবেশ জয়ললিতার। তারপর বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দুজনের এগিয়ে চলা। তবে ২৯ বছর আগে এমনই এক ডিসেম্বর মাসে ছেদ পড়ে দুজনের সেই পথচলায়। মারা যান এমজিআর। গত সপ্তাহে এই জগত্ থেকে চিরবিদায় নেন জয়ললিতা। আর তাঁর মৃত্যুর পর দুই কিংবদন্তীকে শ্রদ্ধা জানাতে এক মাইক্রো শিল্পী তাঁর শিল্পের মাধ্যমে ফের এক করে দিলেন এই দুই ব্যক্তিত্বকে।

সুমেশ, নামের সেই মাইক্রো শিল্পী, ১০ ইঞ্চি দৈর্ঘ্যের একটি মূর্তি বানিয়েছেন। মূর্তিটি সম্পূর্ণ মোমের তৈরি। মূর্তির অর্ধেক মুখ রামচন্দ্রনের, অর্ধেক জয়ললিতার। সুমেশ পেশায় একজন কারিগর। জয়ললিতার মৃত্যুর পর তিনি এই স্ট্যাচু বানানো শুরু করেন।

সুমেশ হনি কম্ব জাতীয় একধরনের পদার্থ দিয়ে এই মূর্তিটি তৈরি করেছেন। তিনি জানিয়েছেন, এই ধরনের পদার্থে যে রঙ ব্যবহার করা হয়, তা যে কেউ চাইলে পরে মুছে অন্য রঙও ব্যবহার করতে পারবেন। সামান্য হালকা গরম জলে ভিজিয়ে রাখলেই রঙ মিলিয়ে যাবে।
তিনি তামিলনাড়ুর দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই এই মূর্তিটি তৈরি করেছেন বলে জানিয়েছেন।