নয়াদিল্লি: দেশের মোবাইল প্রস্তুতকারী সংস্থা মাইক্রোম্যাক্স নিয়ে এল নয়া স্মার্টফোন ভারত ৫ প্রো। জিয়াওমি রেডমি ৫-কে টক্কর দিতে এই ফোন নিয়ে মাইক্রোম্যাক্স। কোম্পানির নতুন এই ফোনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর ব্যাটারি। এই ফোনটিতে রয়েছে 5,000 এমএএইচ ব্যাটারি।
এই ফোনের দাম ৭,৯৯৯ টাকা। উল্লেখ্য, এই দামেই রেডমি ৫-এর ২ জিবি-র বেস মডেল বাজারে আনা হয়েছে। এই দামেরই ভারত ৫ প্রো-তে রয়েছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ।


মাইক্রোম্যাক্স ভারত ৫ প্রো-র স্পেশিফিকেশন
ডুয়াল সিমের এই ফোন অ্যান্ড্রয়েড নৌগট অপারেটিং সিস্টেমে চলে। এতে রয়েছে ৫.২ ইঞ্চির ডিসপ্লে। রয়েছে 1.3 গিগাহার্টজ কোয়াডকোর প্রোসেসর, ৩ জিবি র‌্যাম। ভারত ৫ প্রো-তে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এই ফোনে রয়েছে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়। এতে রয়েছে 4G VoLTE, ওয়াই-ফাই, ইউএসবি ওটিজি সহ অন্যান্য কানেক্টিভিটি।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, যে ব্যাটারি দেওয়া হয়েছে তা ফোনটি ব্যবহার করলে দুদিন এবং স্ট্যান্ডবাই মোডে এক সপ্তাহ পর্যন্ত কাজ করবে।