নয়াদিল্লি: দেশীয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা মাইক্রোম্যাক্স নয়া ক্যানভাস ডিভাইস স্পার্ক ৪ জি  তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করল। এই স্মার্টফোনের দাম ৪,৯৯৯ টাকা। মাইক্রোম্যাক্সের এই নয়া স্মার্টফোন স্ন্যাপডিলের মাধ্যমে বিক্রয় করা হবে। ১০ নভেম্বর দুপুর ১২ টা থেকে এর বিক্রি শুরু হবে।
এই নয়া ক্যানভাস ডিভাইসের কানেক্টিভিটি এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই স্মার্টফোন 4G VoLTE সাপোর্টিভ এবং জিও-র ওয়েলকাম অফারের সঙ্গে পাওয়া যাবে।এতে রয়েছে মেটাল ব্যাক কভার। অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো ওএস চালিত এই ফোন।
স্ন্যাপডিলে দেওয়া স্পেসিফিকেশন অনুযায়ী, এই ফোনের ডিসপ্লে ৫ ইঞ্চির। এতে রয়েছে গোরিলা গ্লাস প্রোটেকশন। এতে রয়েছে 1.3GHz কোয়াডকোর প্রোসেসর। সঙ্গে ১ জিবি র্যাম। এতে রয়েছে ৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।
ক্যানভাস ডিভাইস স্পার্ক ৪ জি –তে রয়েছে ৫ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সোনালি-সাদা রঙে এই ফোন পাওয়া যাবে। এখন থেকেই এই ফোন বুক করা যাবে।