নয়াদিল্লি:  রাজধানী দিল্লিতে শ্যুটআউট। এক পুলিশ অফিসার-সহ ৩ জনের মৃত্যু। আহত এক পুলিশকর্মী। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে দিল্লির মিয়াবালী এলাকায় একটি গাড়িতে বসেছিলেন বাওয়ানার বাসিন্দা ভূপেন্দ্র নামে এক ব্যক্তি। ওই গাড়িতেই ছিলেন ভূপেন্দ্রর বন্ধু অরুণ, দিল্লি পুলিশের এএসআই বিজয় ও কনস্টেবল কুলদীপ। রাত সোয়া ১১টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী এসে ওই গাড়িটিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মৃত্যু হয় ভূপেন্দ্র, তাঁর বন্ধু অরুণ ও এএসআই বিজয়ের। আহত হন কনস্টেবল কুলদীপ।ভূপেন্দ্রর বিরুদ্ধে অপরাধের পুরনো রেকর্ড থাকায়, শত্রুতার জেরেই এই হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।