রাজস্থানে ভেঙে পড়ল মিগ, পাইলট নিরাপদে
Web Desk, ABP Ananda | 10 Sep 2016 09:56 AM (IST)
জয়পুর: রাজস্থানের বারমের জেলায় ভেঙে পড়ল মিগ-২১ ট্রেনার এয়ারক্র্যাফট। আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তবে ভারতীয় বায়ুসেনার বিমানটিতে থাকা দু জন পাইলটই নিরাপদে আছেন। বায়ুসেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ ওঝা বলেছেন, মিগ-২১ টি-৬৯ বিমানটি আজ দুপুর ১২.১৫ মিনিট নাগাদ বারমের জেলার উত্তরলাই থেকে ওড়ার কিছুক্ষণ পরেই বায়ুসেনা ঘাঁটির কাছেই মাগনি কি ধনি অঞ্চলে একটি স্কুলের কাছে ভেঙে পড়ে। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। পুলিশ ও সেনাবাহিনীর কর্মীরা দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছেন। মিগ যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে বেশ কয়েকবার এই যুদ্ধবিমান দুর্ঘটনার মুখে পড়েছে। ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল ২০১৭ সালের মধ্যে মিগ ব্যবহার বন্ধ করে দেওয়া হবে। কিন্তু তার আগেই ফের এই বিমান ভেঙে পড়ল। বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরে ২২টি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। ফলে এই বিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।