নয়াদিল্লি: ফের কেন্দ্রের মোদি সরকারকে নিশানা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর। কংগ্রেস সাংসদের ট্যুইট, ‘মোদি সরকার জানেই না লকডাউনে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, কতজন কাজ হারিয়েছেন। তোমার হিসেবে নেই বলেই কি কারোর মৃত্যু হয়নি? হ্যাঁ, কিন্তু সরকারের উপর এর প্রভাব পড়েনি, এটাই দুঃখের। গোটা দুনিয়া ওদের মৃত্যু দেখেছে। একমাত্র মোদি সরকারের কাছে কোন খবর নেই’।
উল্লেখ্য, গতকালই সংসদে লিখিত জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রক জানিয়েছিল, পরিযায়ী শ্রমিকদের মৃত্যু বা কাজ হারানো নিয়ে সরকারের কাছে কোনও তথ্য নেই।
সংসদের বাদল অধিবেশনের প্রথম দিন লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুঃখদুর্দশা, মৃত্যু ও কাজ হারানো সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছিল মন্ত্রক।
আর এই বিষয়টি নিয়েই সরকারকে নিশানা করলেন ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ।
এর আগেও রাহুল কেন্দ্রকে আক্রমণ করে বলেছিলেন, করোনা সংক্রমণের পরিসংখ্যাণ এই সপ্তাহে ৫০ লক্ষ ও অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে যাবে। অপরিকল্পিত লকডাউন কোন ব্যক্তির অহঙ্কারের ফল। সেই কারণেই দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ। মন্তব্য রাহুলের। তাঁর আরও মন্তব্য, মোদি সরকার বলছে আত্মনির্ভর হতে। অর্থাৎ নিজের জীবন নিজে বাঁচান কারণ প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত।
'তোমার হিসেবে নেই বলেই কারোর মৃত্যু হয়নি? গোটা দুনিয়া ওদের মৃত্যু দেখেছে', ফের কেন্দ্রকে নিশানা রাহুলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Sep 2020 11:40 AM (IST)
উল্লেখ্য, গতকালই সংসদে লিখিত জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রক জানিয়েছিল, পরিযায়ী শ্রমিকদের মৃত্যু বা কাজ হারানো নিয়ে সরকারের কাছে কোনও তথ্য নেই।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -