পরিযায়ী শ্রমিককে চোর সন্দেহে পিটিয়ে খুন সুরাতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jun 2020 02:42 PM (IST)
গুজরাতের সুরাতের পাণ্ডেসারা গ্রামে চোর সন্দেহে বিহারের পরিযায়ী শ্রমিককে গণপিটুনি দিল স্থানীয় লোকজন। বিহার থেকে আসা ওই পরিযায়ী শ্রমিকের নাম সঙ্গম পণ্ডিত। একটি কাপড়ের কারখানায় কাজ করতেন তিনি।
সুরাত: গুজরাতের সুরাতের পাণ্ডেসারা গ্রামে চোর সন্দেহে বিহারের পরিযায়ী শ্রমিককে গণপিটুনি দিল স্থানীয় লোকজন। বিহার থেকে আসা ওই পরিযায়ী শ্রমিকের নাম সঙ্গম পণ্ডিত। একটি কাপড়ের কারখানায় কাজ করতেন তিনি। মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করে 'সুরাত মিউনিসিপ্যাল ইনস্টিটিউসান অফ মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ'-এ নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই এক কংগ্রেস কাউন্সিলর সহ ৬ জনকে আটক করেছে পুলিশ। কংগ্রেস কাউন্সিলর সতীশ প্যাটেল পাণ্ডেসারার ভদোদরা এলাকার মিউনিসিপ্যাল কাউন্সিলর। প্রথমে তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছিল। কিন্তু ওই শ্রমিক মারা যাওয়ার পর খুনের অভিযোগ দায়ের হয়।
সঙ্গমের এক বন্ধু প্রথম এ ব্যাপারে অভিযোগ জানান পুলিশের কাছে। তার ভিত্তিতেই দায়ের করা হয় এফআইআর। সেই তথ্য অনুযায়ী, বন্ধু সুজিত সিংহকে নিয়ে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সঙ্গম। রাতে মোটরবাইকে ফেরার সময় রাস্তা হারিয়ে সচিন এলাকা থেকে ভৈরবনগরে গিয়ে পৌঁছান তাঁরা।
সেখানেই তাঁদের রাস্তা আটকায় সতীশ প্যাটেল ও তার দলবল। ভোঁতা বস্তু দিয়ে আঘাত করা হয় সঙ্গমের মাথার পিছনে। মারের চোটে দুটি পা ভেঙে যায় বন্ধু সুঝিতেরও। সেই অবস্থাতেই পুলিশের দ্বারস্থ হন তিনি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -