মুম্বই: প্লেব্যাক গায়ক মিকা সিংহ পাকিস্তানে পারফর্ম করার জন্য ক্ষমা চাইলেন। মিকার বিবৃতির পর তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফেডারেশন অব ওয়েস্টার্ন সিনে এমপ্লয়িজ-ও। ফেডারেশন মিকাকে নিষিদ্ধ করেছিল করাচিতে এক ধনী পরিবারের বিয়ের আসরে গান গাওয়ায়। তারা বলেছিল, মিকার কনসার্ট, অনুষ্ঠানে তাদের সদস্যরা যোগ দেবে না। পরিবারটি প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের ঘনিষ্ঠ বলে শোনা গিয়েছিল।
নিষেধাজ্ঞা জারির কয়েকদিন বাদে সাংবাদিক বৈঠক করে মিকা বুধবার দাবি করেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রতিক্রিয়ায় ভারত, পাকিস্তানের সম্পর্কে টানটান উত্তেজনার মধ্যে পড়শী দেশে তাঁর পারফর্ম করাটা একেবারে কাকতালীয় ব্যাপার। বলেন, আমিও ওখানে গেলাম, আর ৩৭০ অনুচ্ছেদ বাতিল হল, এটা স্রেফ একটা সমাপতন। আমি ভুল করে থাকলে ফেডারেশন, গোটা দেশের কাছে ক্ষমা চাইছি। ফেডারেশনও এক বিবৃতিতে গায়কের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে।
গত ৮ আগস্ট করাচিতে বিয়ের আসরে গান গাওয়ায় সোস্যাল মিডিয়ায় তুমুল নিন্দা, সমালোচনা হয় মিকার।
আমি গেলাম, ৩৭০ অনুচ্ছেদ বাতিল হল, কাকতালীয়! করাচিতে পারফর্ম করায় ক্ষমা চাইলেন মিকা, উঠল নিষেধাজ্ঞা
Web Desk, ABP Ananda
Updated at:
22 Aug 2019 03:56 PM (IST)
নিষেধাজ্ঞা জারির কয়েকদিন বাদে সাংবাদিক বৈঠক করে মিকা বুধবার দাবি করেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রতিক্রিয়ায় ভারত, পাকিস্তানের সম্পর্কে টানটান উত্তেজনার মধ্যে পড়শী দেশে তাঁর পারফর্ম করাটা একেবারে কাকতালীয় ব্যাপার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -