জনৈক বিএসএফ কর্তা বলেছেন, মিকা ও তাঁর ট্রুপ করাচিতে এক কোটিপতির মেয়ের বিয়ের আসরে পারফর্ম করার পরদিন ৯ আগস্ট দেশে ফেরেন। ওই কোটিপতি প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের ঘনিষ্ঠ বলে খবর। মিকার গানের অনুষ্ঠানের খবর চাউর হয় সেখানে হাজির কিছু অতিথি তার ভিডিও সোস্যাল মিডিয়ায় আপলোড করার পর।
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের তিনদিন বাদে করাচিতে মিকার পারফরম্যান্সের খবরে শোরগোল ছড়ায়। পাকিস্তানে প্রশ্ন ওঠে, ভারতের সঙ্গে সংঘাতের মধ্যে কে তাঁকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে, কেনই বা দিয়েছে। অন্যদিকে দেশেও অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন ও ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ মিকাকে পাকিস্তানে গান গাওয়ায় নিষিদ্ধ করে। সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন বিবৃতি দিয়ে জানায়, তারা গায়কের ওপর শর্তহীন নিষেধাজ্ঞা জারি করেছে, যাতে সব সিনেমা ও বিনোদন কোম্পানিগুলির সঙ্গে যাবতীয় চুক্তি থেকে তাঁকে বয়কট করা হয়, সেটা নিশ্চিত করবে তারা।