নয়াদিল্লি: ফের জঙ্গি-নিশানায় দেশের উত্তর-পূর্ব। শুক্রবার অসমের কোকরাঝাড়ে গ্রেনেড বিস্ফোরণ ও গুলিবৃষ্টিতে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম হয়েছেন অন্ততপক্ষে ২০ জন। সূত্রের খবর, গ্রেনেড হামলার পাশাপাশি গুলিও চলেছে। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে এক হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সন্দেহের তির বড়ো জঙ্গিদের দিকে। সূত্রের খবর, বড়ো জঙ্গি সংগঠনের এক কম্যান্ডারের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) চার্জশিট জমা দেওয়ায় প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় জঙ্গিরা। সেকারণেই হামলা বলে অনুমান। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ঘটনার প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে।
অসমের কোকরাঝাড়ে বিস্ফোরণ-গুলি, নিহত ১২, আহত ২০
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2016 09:20 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -