শ্রীনগর: সেনা-জঙ্গি সংঘর্ষে জম্মু ও কাশ্মীরে খতম এক জঙ্গি। শহিদ এক জওয়ানও। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার রাতে কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখা দিয়ে এদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করে কয়েকজন জঙ্গি। জওয়ানরা তাদের ঘিরতেই তারা বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করে। পাল্টা জবাব দেয় বাহিনীও। ঘটনাস্থলেই এক জঙ্গি নিহত হয়। এই ঘটনায় পাঁচ জওয়ান জখম হন। তাঁদের মধ্যে একজনের এদিন মৃত্যু হয়েছে বলে এক সেনা আধিকারিক জানিয়েছেন।
অন্যদিকে, শোপিয়ানে ১০ মিনিটের ব্যবধানে দু-দুবার গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। খবরে প্রকাশ, এদিন প্রথম হামলা ঘটে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। একটি থানাকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। সেখানে কেউ হতাহত হননি। দ্বিতীয় হামলা ঘটে থানা থেকে প্রায় ২০০ মিটার দূরে বাটাপোরা চকে। ওই ঘটনায় দুই সাধারণ নাগরিক আহত হন।তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এলাকায় চিরুনি-তল্লাশি শুরু করেছে পুলিশ।