কাশ্মীরে মন্ত্রীর বাড়ি জঙ্গি হামলা, আহত ১ পুলিশকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Mar 2017 07:03 AM (IST)
ফারুক আবদ্রাবি
শ্রীনগর: জম্মু কাশ্মীরের মন্ত্রী ফারুক আবদ্রাবির বাড়িতে হামলা চালাল জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের এই ঘটনায় ২ পুলিশরক্ষী জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, গতকাল রাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত জঙ্গিরা মন্ত্রীর গ্রামের বাড়িতে হামলা চালায়। ফারুক আবদ্রাবি এখানে থাকেন না, এদিনও ছিলেন না বাড়িতে। ২ পুলিশরক্ষীকে আহত করে তাঁদের বন্দুক ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। রবিবার কাশ্মীরে এই নিয়ে তৃতীয় জঙ্গি হামলা ঘটল। পিডিপি নেতা আবদ্রাবি রাজ্যের হজ ও ওয়াকফ দফতরের মন্ত্রী। তাঁর গ্রামের বাড়ি অনন্তনাগ জেলার দুরু এলাকায়। পুলিশ মনে করছে, সম্ভবত অস্ত্র ছিনতাই করতেই হামলা চালিয়েছিল জঙ্গিরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি।