কাশ্মীরে সেনা কনভয়ে জঙ্গি হামলা, আহত বিএসএফ জওয়ান
Web Desk, ABP Ananda | 26 Nov 2016 05:18 PM (IST)
শ্রীনগর: কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর কনভয়ে জঙ্গি হামলা। জখম এক বিএসএফ জওয়ান। বিএসএফ আধিকারিক সূত্রে খবর, আজ সকালে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্ডওয়ারায় সেনা কনভয় লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। গুলি লাগে এক জওয়ানের। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই জওয়ানের অবস্থা এখন স্থিতিশীল। এই নিয়ে ৩৬ ঘণ্টায় দ্বিতীয়বার সেনাবাহিনীর ওপর হামলা চালাল জঙ্গিরা।