শ্রীনগরে নিরাপত্তারক্ষী বাহিনীকে লক্ষ্য করে গুলি, হত জওয়ান, মৃত ২ জঙ্গিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Aug 2016 04:35 AM (IST)
শ্রীনগর: কাশ্মীরের উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা। সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত দুই জঙ্গি। অন্যদিকে কাশ্মীরেও জঙ্গি হামলার খবর পাওয়া গেছে। সূত্রের খবর শ্রীনগরের নহাট্টায় জঙ্গিরা আধাসামরিক বাহিনীর জওয়ানদের উপর গুলি বর্ষণ শুরু করে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, জামা মসজিদের সামনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন জওয়ানরাও। পাঁচ জওয়ান আহত হয়েছেন। নাশকতা অসম আর ইম্ফলেও। অসমের তিনসুকিয়া জেলায় পরপর চারটি বিস্ফোরণ।