আসন্ন অমরনাথ যাত্রায় হামলার ছক জঙ্গিদের, জানালেন বিএসএফ-এর ডিজি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2016 02:23 PM (IST)
শ্রীনগর: অমরনাথ যাত্রায় হামলার ছক কষছে জঙ্গিরা। এমনই চাঞ্চল্যকর তথ্যের কথা প্রকাশ করলেন সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা। জঙ্গি হামলায় নিহত তিন জওয়ানকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে শর্মা বলেন, সেনাবাহিনীর কনভয়ে হামলা চালানোর ঘটনা আকস্মিক। অতর্কিত আক্রমণে প্রাণ হারান জওয়ানরা। সেখানেই তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে আগামী অমরনাথ যাত্রাতে হামলার ছক কষেছে জঙ্গিরা। কিন্তু তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, সন্ত্রাস মোকাবিলায় সমস্ত পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। শহিদ জওয়ানদের সম্মান জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। নিহতদের মালা পরিয়ে শ্রদ্ধা জানান তিনি। মেহবুবা বলেন, জম্মু ও কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতেই এধরনের সন্ত্রাসমূলক ঘটনা ঘটাচ্ছে জঙ্গিরা।