শ্রীনগর: সোমবার ব্যাঙ্কের ক্যাশ ভ্যানের ওপর ভয়াবহ হামলায় সাত ব্যক্তির মৃত্যুর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ব্যাঙ্ক লুঠ কুলগামে। আজ প্রায় ৬৫ হাজার টাকা নগদ লুঠ করে নিয়ে গেছে জঙ্গিরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার একটি ব্যাঙ্কের এলাকুয়াই দেহাতি শাখায়।

পুলিশ সূত্রে দাবি, অজ্ঞাতপরিচয়ে বন্ধুকধারীরা আচমকাই ব্যাঙ্কের মধ্যে ঢুকে পড়ে। তারপর কার্যত ব্যাঙ্ককর্মীদের ঘাড়ে বন্দুক ঠেকিয়ে ৬৫ হাজার টাকা লুঠ করে চলে যায় জঙ্গিরা।

গতকালই জঙ্গিরা একটি ব্যাঙ্কের ক্যাশ ভ্যানের ওপর হামলা চালায়। ঘটনায় পাঁচ পুলিশকর্মী সহ দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়। গতকাল তাঁরা নগদ ওই ব্যাঙ্কেরই অন্য শাখায় রেখে জেলা সদরে ফিরছিলেন সেইসময়।