জম্মু: অমরনাথ তীর্থযাত্রা চলাকালে ১০০-১৫০ ভক্ত, শখানেক পুলিশ অফিসার, কর্মীকে খতম করতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে সন্ত্রাসবাদীদের। অনন্তনাগের এসএসপি-র কাছ থেকে এই উদ্বিগ্ন হওয়ার মতো খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন কাশ্মীর জোনের পুলিশ আইজি মুনীর খান। তিনি বিষয়টি জানিয়ে চিঠি পাঠিয়েছেন সেনা, সিআরপিএফ, রেঞ্জ ডিআইজিদের।
১৫ কোর হেডকোয়ার্টারকে পাঠানো তবে ওই চিঠির একটি কপি ফাঁস হয়ে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। হোয়াটসঅ্যাপে সেই চিঠি ছড়িয়ে পড়ছে।
আগামীকালই ৪০ দিনের অমরনাথ যাত্রার সূচনা হচ্ছে। নিরাপদে যাত্রীদের সফর সুনিশ্চিত করতে সেনা, পুলিশ, বিএসএফ, সিআরপিএফ মিলিয়ে ৩৫ থেকে ৪০ হাজার জওয়ানের ব্যবস্থা করা হয়েছে। বলা হচ্ছে, এবারের যাত্রার জন্য সবচেয়ে বেশি বহুস্তরীয় সুরক্ষা বলয়ের আয়োজন করা হয়েছে।
অনন্তনাগ ও গান্দেরবল জেলায় যথাক্রমে পহেলগাঁও ও বালতালের বেস ক্যাম্পের উদ্দেশ্যে আগামীকাল ৪ হাজারের বেশি যাত্রীর প্রথম দলটিকে রওনা করিয়ে দেবেন উপ মুখ্যমন্ত্রী। এবছর অমরনাথ যাত্রার মেয়াদ হবে গত বছরের ৪৮ দিনের চেয়ে ৮দিন কম। এবার তা ৭ আগস্ট রাখী বন্ধনের দিন শেষ হবে।
আইজিপি চিঠিতে বলেছেন, যাত্রার কনভয়ের ওপর আচমকা গুলিবৃষ্টি হতে পারে। এতে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিউমিন্ট অর্থাত্ মানব গুপ্তচরের পাঠানো এই খবর আরও বিশ্লেষণ করে দেখতে বলা হয়েছে। তবে একইসঙ্গে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সব অফিসারকে।
খান অবশ্য পরে চিঠিটির গুরুত্ব লঘু করে দেখান। বলেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে কোনও তথ্যই বিভিন্ন এজেন্সির সঙ্গে চালাচালি করে দেখা হয়, তা কতদূর সত্য। জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি বৈদ বলেন, আতঙ্ক ছড়াতেই কেউ চিঠিটি সোস্যাল মিডিয়ায় তুলে দিয়েছে।
সিআরপিএফের স্পেশাল ডিজি এসএন শ্রীবাস্তব বলেন, কাশ্মীরের পরিস্থিতি সবাই জানে। আমরা গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ করছি। এই যাত্রা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। যাত্রার মধ্যে অবাঞ্ছিত ঘটনা যাতে না হয়, যাত্রীদের, তাদের শিবিরের যাতে ক্ষতি না হয়, সেজন্য ব্যাপক নিরাপত্তার আয়োজন রয়েছে।
অমরনাথ যাত্রী, নিরাপত্তাকর্মীদের খতম করতে নির্দেশ পাঠানো হয়েছে সন্ত্রাসবাদীদের, গোয়েন্দা হুঁশিয়ারি
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jun 2017 08:50 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -